বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি : মিরাজ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে কেবল দুই মাস বাকি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ধবলধোলাই হওয়াটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

দলের মধ্যে যে উন্নতির ঘাটতি রয়েছে, তা স্পষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়। তবে কীভাবে উন্নতি করতে হবে সেটা ভালোভাবেই জানেন মিরাজ।

সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে ৩২১ রান তুলেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই ছিল টাইগারদের শেষ ম্যাচ।

মিরাজও তেমন একটা চিন্তিত নন তা নিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। আশার কথা হলো, কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি। ’

ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। ৩১ রানেই তুলে নেয় ৩ উইকেট। কিন্তু এরপর কেসি কার্টির ৯৫ ও অভিষিক্ত আমির জাঙ্গোর ১০৪ রানের হার না মানা ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।

মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি—এটাই ছিল আমাদের জন্য সমস্যা। ’

‘নাসুম, তাসকিন, তানজিমে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু তারপর আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি। ’

সিরিজের ৩ ম্যাচের প্রতিটিতেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ৬৩ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেন তিনি।

তার প্রশংসায় মিরাজ বলেন, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি। কোনো জুটি হয়নি। তিনি (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। ’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM