শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রী ও তার ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ-চাঁদাবাজির মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ–চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার উপজেলার আমলি আদালতে মামলাটি দায়ের করেন তুহিনুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’
মামলার অন্য আসামিরা হলেন–জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম, চাচাতো ভাই সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তৎকালীন বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম ও মো. কালাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি জিল্লুল হাকিমের নির্দেশে অন্য আসামিরা বাদীকে বালিয়াকান্দি কলেজ মাঠ থেকে পিস্তল ঠেকিয়ে একটি মাইক্রোবাসে তুলে ৪ নম্বর আসামি নায়েব আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে ২ নম্বর আসামি তৎকালীন থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ তাকে উল্টো করে ঝুলিয়ে বেদম প্রহার করেন। এরপর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা।
তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর নির্যাতন চালানো হয়। এইভাবে সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। তার বাবা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে অতিকষ্টে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে ২ ও ৪ নম্বর আসামির হাতে দেন। তবুও তিনি রেহাই পাননি।
এরপর তাকে বালিয়াকান্দি থানায় নিয়ে একটি পেন্ডিং মামলায় আদালতে চালান দেওয়া হয়। নির্যাতনে তিনি প্রচণ্ড অসুস্থ হওয়ায় কারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আদালত থেকে জামিন নিয়ে ভারতের চেন্নাই ও ভেলোরে চিকিৎসা করান। এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team