বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় তারা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এতে আহত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাত যাত্রীকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM