রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

থাইল্যান্ডে মেলায় বোমা হামলায় নিহত তিন, আহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের একটি মেলায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে মেলায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

আহতদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

বোমা বিস্ফোরণের পর মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শনার্থীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। আহতদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং স্থানীয় জনগণ ও উদ্ধারকারী দল আহতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় দেশটির প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় ওই মিউজিক ফেস্টিভালে বোমা নিক্ষেপের ঘটনাটি ঘটে। এসময় হাজার হাজার মানুষ উৎসবের আনন্দে মেতে ছিলেন।

উমফাং জেলা মিয়ানমারের সীমান্তে অবস্থিত। ৮ হাজার থেকে ৯ হাজার লোকের সমাগম ছিল উৎসবটিতে। ৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর উমফাং এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

পুলিশ জানিয়েছে, একটি আইইডি (Improvised Explosive Device) ব্যবহার করা হয়েছিল, যা মঞ্চের কাছে নিক্ষেপ করা হয়, যেখানে উৎসবের অংশ হিসেবে মানুষ নাচছিলেন। আহতদের উদ্ধার করার জন্য জরুরি সেবা কর্মীরা দ্রুত সেখানে পৌঁছায়।

হামলার পর পুলিশের কাছে দুইজন সন্দেহভাজনকে আটক করা হলেও এখনও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

থাই প্রধানমন্ত্রী পায়টংতার্ন শিনাওাত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার তদন্ত করবে এবং আহতদের সহায়তা করবে।

এখন থেকে সব ধরনের উৎসবে নিরাপত্তা জোরদার করা হবে ও পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, উমফাং জেলা মিয়ানমারের সীমান্তে অবস্থিত।

তথ্যসূত্র: বিবিসি

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM