শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

স্মৃতিসৌধে এসে অসুস্থ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেননি।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুতি নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM