শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আগামী ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যকে স্বাগত জানাই।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি স্বাগত জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।’

এর আগে, বেলা ১১টা ৩৫ মিনিটে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে মহান বিজয় দিবস উপলক্ষে মির্জা আব্বাসের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের প্রায় ২০ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হওয়ার কারণে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি বলে জানা গেছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM