বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তার এক ডেপুটি কর্মকর্তা বোমা হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে তারা এ হামলার শিকার হন।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বলেছে, ওই জেনারেল ও তার ডেপুটি আবাসিক একটি ভবন থেকে বেরিয়ে তাদের অফিসের গাড়িতে ওঠার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। সেই ভবনের ফটকে একটি বৈদ্যুতিক স্কুটারে ৩০০ গ্রাম ওজনের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমাটি পেতে রাখা ছিল।

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলছেন, রেডিও সিগন্যাল বা মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে আইইডিটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিস্ফোরণের কারণে ভবনটির জানালা ও ফটক ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্ক করে রাখা গাড়িও।

রুশ তদন্তকারীরা এই হামলার পেছনে ইউক্রেনের বিশেষ বাহিনীকে দুষছেন। তারা মনে করছেন, বিগত দিনে কিয়েভের বিরুদ্ধে কিরিলভের দৃঢ়চেতা অবস্থানই তাকে হত্যার কারণ হয়ে থাকতে পারে। তিনি নিয়মিত সামরিক ব্রিফিংয়ে হাজির হতেন এবং বিভিন্ন সময় বলেছেন, কিয়েভ ও যুক্তরাষ্ট্র বায়োল্যাব চালাচ্ছে এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে।

অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তুলে আসছিলেন, সেখানে কিরিলভও অভিযুক্ত ছিলেন। এমনকি গত সোমবার (১৬ ডিসেম্বর) কিয়েভে কিরিলভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও গঠন করা হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM