শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু বিচারসহ ৬ দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পূর্বাচলের ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনার বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর পলাশী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার ছেলে বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে বুয়েটের ছাত্র মোহতাসিম মাসুদকে। মারাত্মকভাবে আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা ও মেহেদি হাসান খান। এখন পর্যন্ত এ ঘটনার বিবরণ সম্পর্কে আমরা অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো, সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলেন। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি- এ ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ ছিলেন এবং বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন।

ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যেকোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক।

প্রেস ব্রিফিং থেকে বুয়েট শিক্ষার্থীরা ৬ দাবি জানান। দাবিগুলো হলো-
১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ
২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে
৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে
৪. তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
৫. আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান এবং
৬. সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM