শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার করলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভাসমান অবস্থায় থাকা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদেরকে উদ্ধার করে শ্রীলঙ্কার একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া ১০২ জন রোহিঙ্গার মধ্যে ২৫ শিশু রয়েছে। মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর জাহাজ থেকে নামানোর আগে তাদের শারীরিক পরীক্ষা করা হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাড়ি দেয়।

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের গমন খুব একটা দেখা যায় না। তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও শ্রীলঙ্কা উপকূল থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে শ্রীলঙ্কার দূরত্ব এক হাজার ৭৫০ কিলোমিটার।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশটি থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সূত্র: আল-জাজিরা

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM