বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে লুট, ছুরিকাঘাতে আহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের নাম মো. শামীম হোসাইন (৩০)। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার বাসিন্দা। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসের যাত্রী ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে ৩-৪ জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিড ব্রেকার) নেমে যায়।

বাসটিতে থাকা হারুন-অর-রশিদ নামের এক যাত্রী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে সব যাত্রীর কাছ থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে বলেন, যাত্রীরা জানিয়েছেন, বিপিএটিসি এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে কয়েকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই শেষে দ্রুত বাস থেকে নেমে যায়। ঘটনাটি সাভার মডেল থানা এলাকায় হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসান মাহবুব বলেন, ‘শামীম নামে ছুরিকাঘাতে আহত এক জনকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM