শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

শিশুরা এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতি সংক্রামক এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

কঙ্গোর চিকিৎসাকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছে বিবিসির একটি প্রতিনিধি দল। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ভাইরাসজনিত রোগ এমপক্সে আক্রান্ত রোগীর ৯৬ শতাংশই কঙ্গোর বাসিন্দা। আর এমপক্স শনাক্ত রোগীর শতকরা ৭৫ ভাগই শিশু। যাদের বেশিরভাগের বয়সই ১০ বছরের নিচে।

দেশটির স্বাস্থ্যবিভাগ জানায়, একসাথে খেলাধুলার ফলে শিশুদের মাঝে সহজেই ছড়াচ্ছে ভাইরাসটি। এছাড়াও বিভিন্ন অঞ্চলে আশ্রয় শিবিরগুলোর অস্বাস্থ্যকর পরিবেশকেও দায়ী করা হয়।

উল্লেখ্য, চলতি বছর আফ্রিকার অন্তত ১৩টি দেশে ভয়াবহ আকারে ছড়িয়েছে এমপক্স। শুধুমাত্র কঙ্গোতেই প্রাণ হারিয়েছে অন্তত সাড়ে ৪শ’ মানুষ। এছাড়াও এশিয়া ও ইউরোপেও ছড়িয়েছে ভাইরাসটি।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM