বুধবার | ২৮ মে, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদ দিতে পারে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেওয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র (নোট অব ভারবাল) হস্তান্তর করা হয়েছে, এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী করণীয় ঠিক করবে।”

ভারত যদি উত্তর না দেয়, সেক্ষেত্রে করণীয় কী; তা জানতে চাইলে তিনি বলেন, “নিয়ম অনুযায়ী উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত কী উত্তর দেয়, তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে, অবশ্যই অপেক্ষার একটি স্বাভাবিক সময় রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করে এর পর তাগিদপত্র দেওয়া যেতে পারে।”

এই কূটনৈতিক পত্র শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM