রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

এখনো বাঁচানো যাবে আইসিটি খাতের ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যেকটা খাতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা লোপাট করেছে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও তাদের দোসররা। অর্থনীতি লুটপাট করা খাতের তালিকায় অন্যতম তথ্যপ্রযুক্তি। জানা গেছে, এই খাতে আওয়ামী লীগের বিগত ১৫ বছরে নেয়া ২১টি প্রকল্পে অতিরিক্ত প্রায় ১০ হাজার কোটি ব্যয় করা হয়েছে। এখনো উদ্যোগ নেয়া হলে এসব প্রকল্প থেকে অন্তত ৭ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছে আইসিটি খাতের অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত কমিটি সূত্র।

রোববার তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও তদন্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তি খাতকে একটি ভয়াবহ লুটপাট ও অপব্যবস্থাপনার খাত হিসেবে পরিচিত করিয়ে দিয়ে গেছে। তাদের অপকর্মে দেশের ডিজিটাল ইকোনমি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতিও নাজুক হয়েছে। বেপরোয়া দুর্নীতির ওপর দাঁড়িয়ে গণভ্যুত্থান-পরবর্তী নতুন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রাপ্তির পরে এই খাতের অপখরচ ও মেগা দুর্নীতি থামানোর জন্য যথাযথ তদন্তের উদ্যোগ নিয়েছি। তবে এমন তদন্ত যাতে অতীতের মতো ফাইলবন্দি হয়ে না থাকে; বরং আগামী ১০০ দিনের কার্যক্রমে সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছি। দুর্নীতি নয় বরং তথ্যপ্রযুক্তি খাত এবং ডিজিটাল ট্রান্সফরমেশনকে বৈষম্যহীন উন্নয়নের সোপান হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই।

প্রকল্পগুলোতে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত যেসব অপচয়, অসংগতি, দুর্বলতা, আর্থিক ক্ষতি, অসম চুক্তি, সুবিধাভোগী নির্বাচনে অস্বচ্ছতা, জনবল নিয়োগে অনিয়ম, অনৈতিকতা, একই কাজ বারবার করার মতো বিভিন্ন বিষয় চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা হয়। কমিটি এ বিষয়ে পাঁচ দফা সুপারিশও করেছে।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশে গত ৮ আগস্ট আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে ঐ কমিটি গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সরাসরি এই তদন্তকাজে দিকনির্দেশনা দেন। পরে এতে যুক্ত হন তথ্যপ্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমদ তৈয়ব।

এ বিষয়ে তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন, এই খাতে নেয়া প্রকল্পগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতির খোঁজ মিলেছে। ডুপ্লিকেশন, ট্রিপলিকেশন হয়েছে। একটা কাজ হয়তো হয়ে গেছে আবার এ কাজটি করা হয়েছে। ৫ টাকায় যে কাজ করা যেত, সেটি ওই প্রকল্পেই ২০ টাকায় করা হয়েছে। আবার কোথাও কোথাও কাজই হয়নি। আমরা রাষ্ট্রের অর্থ ও সম্পদ রক্ষায় গুরুত্ব দিচ্ছি। প্রকল্পের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিচ্ছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM