শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

মোজাম্বিকে রাজনৈতিক সংঘাত, বাংলাদেশিদের দোকানপাট লুট

ডেস্ক নিউজ: মোজাম্বিকে চলমান রাজনৈতিক সহিংসতায় বেশ কিছু বাংলাদেশিদের দোকানপাট লুটপাট হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

আফ্রিকার দেশ মোজাম্বিকের চলমান পরিস্থিতিতে সেখানের বাংলাদেশিদের অবস্থা জানতে চাইলে বিএম জামাল হোসেন বলেন, মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান- দোকানপাট ভাঙচুরও লুটপাট হয়েছে।

সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মোজাম্বিক অবস্থানরত বাংলাদেশিরা নিজেদের দোকানপাট লুটপাটের ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

উল্লেখ্য, মোজাম্বিকে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক সহিংসতায় সোমবার (২৩ ডিসেম্বর) ২১ জন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, সোমবার মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে।

মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং সড়ক অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে।

মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ডলান তার সমর্থকদের সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন ‘বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত’।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM