রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

অবশেষে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার তারিখ জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার তারিখ নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন। এরই মধ্যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে চিকিৎসক আল মামুন জানান, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম।

জানা গেছে, তার সফরসঙ্গী হবেন- বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM