শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

মানুষের মুক্তি না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: মানুষের মুক্তি না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে এ পথ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় জামায়াত আমির বলেন, মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা বৈষম্যহীন একটি মানবিক সমাজ গড়তে চাই। যে সমাজে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। যে সমাজে কোনো ঘুষখোরের অস্তিত্ব থাকবে না। দখলদারের অস্তিত্ব থাকবে না। মা বোনেরা ইজ্জতের সঙ্গে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় চলতে পারবে। যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। এ সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, এমন একটি বৈষম্যহীন মানবিক সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার দিতে। ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ ও জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। সেই লড়াইয়ে আপনাদের কাছে কিছু জিনিস চাইবো, আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে থাকি আপনারা একটু আমাদের ভালোবাসা দিবেন। আমরা ভালবাসার কাঙাল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সমর্থন করবেন। ন্যায় সংগত কাজে আমাদের পাশে থাকবেন। আপনাদের বুকে জায়গা দিবেন। প্রিয় বাংলাদেশকে আল্লাহপাক হেফাজত করুন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM