শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

‘বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর চাপ নেই’

নিজস্ব প্রতিবেদক: সেনা সদরের কর্নেল-স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে, সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি, আমরা কোনো চাপ অনুভব করছি না।

বৃহস্পতিবার বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কর্নেল ইন্তেখাব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। পরিস্থিতির অবনতি হচ্ছে এটা বলা যাবে না। অপরাধ সম্পূর্ণ নির্মূল করতে আমরা এবং বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছি।

রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখছি না। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর রয়েছি।

এ সেনা কর্মকর্তা আরো বলেন, সচিবালয়ে আগুনের ঘটনার বিস্তারিত পাইনি। তবে কেপিআইর নিরাপত্তা আমাদের দায়িত্ব। এটা নিয়ে আগে থেকেই কাজ করছি। সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না এটা তদন্ত শেষে বলা যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।

বান্দরবানের লামায় আগুনের ঘটনা জমিজমা সংক্রান্ত। এটা কারা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

চাঁদাবাজি নিয়ে কর্নেল ইন্তেখাব বলেন, চাঁদাবাজি নিয়ে আমাদের আলাদা কোনো তালিকা হয়নি। ডিএমপির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা তাদের তালিকার ভিত্তিতেই কাজ করছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM