বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

হারের বৃত্তেই ম্যানইউ, আবারও পয়েন্ট হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে অভিন্ন ফল করেছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যথারীতি হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানইউ। অন্যদিকে আগের ম্যাচে ড্র করা চেলসি এবার হেরে গেছে ফুলহামের কাছে।

ম্যানইউ ২-০ গোলে হেরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে। অন্যদিকে চেলসি ২-১ গোলে হেরেছে ফুলহামের কাছে।

এই হারে চেলসি ১৮ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে ফুলহাম আছে অষ্টম স্থানে।

হারের বৃত্তেই ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৮ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্দশতম স্থানে। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে উলভস আছে ১৭তম অবস্থানে।

ফুলহামের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় লেভি কলউইলের বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে বক্সের বাইরে থেকে গোল করেন কোল পালমার। তার গোলে ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে চেলসি। কিন্তু এরপর পর পর দুটি গোল হজম করে পরাজয়ের তিক্ত স্বাদ পায় শিরোপা জয়ের দৌড়ে থাকা ব্লুজরা।

৮২ মিনিটে টিমোথির বাড়ানো বল গোলপোস্টের খুব কাছে পেয়ে হেডে জালে জড়ান ফুলহামের হ্যারি উইলসন। তাতে ম্যাচে ফেরে সমতা। আর যোগ করা সময়ে (৯০+৫) পাল্টা আক্রমণে উঠে সাসা লুকিকের বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে রদ্রিগো মুনিজ গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এদিকে উলভসের বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানইউ। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো ফার্নান্দেজ। আর ৫৮ মিনিটের সময় উলভসের ম্যাথিয়াস কুনহা গোল করে এগিয়ে নেন দলকে। ৯০+৯ মিনিটের মাথায় হাওয়াং হি-চানের করা গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM