সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রোববার সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। যা নিয়ে সৃষ্টি হয় তুমুল আলোচনা। কী হতে যাচ্ছে তা নিয়ে চলে নানান গবেষণা। তবে আজ অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে বিষয়টি পরিস্কার করতে পারে বৈষম্যবিরোধীরা।

বৈষম্যবিরোধীদের বেশিভাগই তাদের ফেসবুক পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহিদ মিনার। এখনই সময়, বাংলাদেশের জন্য। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর লেখেন, জুলাই বিপ্লবের ঘোষণা, এখন বা কখনই নয়।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তাদের কেউ কেউ বলছেন, আগামী ৩১ ডিসেম্বর কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ঐদিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে মন্তব্য করেছেন অনেকে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM