ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা এক পরিবার। এই পরিবারে একটি গোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয়, তবে পুরো বাংলাদেশই অনিরাপদ হয়ে উঠে।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর জুলুম-নিপীড়ন হয়েছে। সম্পদ লুট হয়েছে। সবকিছু হয়েছে রাজনৈতিক ইন্ধনে। নতুন বাংলাদেশে সবাই মিলে এসব অপসংস্কৃতি রুখে দেওয়া হবে।
সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন সরকারের লক্ষ্য, সকল প্রকার জুলুম-নিপীড়ন উৎখাত করা। আমরা এক পরিবার। এই পরিবারে একটি গোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয়, তবে পুরো বাংলাদেশই অনিরাপদ হয়ে ওঠে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের রাজনৈতিক ভোটকব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায় না। কিন্তু নতুন বাংলাদেশে এসব চক্রান্ত হতে দেওয়া হবে না। সবাই এক হয়ে না এগুলে নতুন দিনের স্বপ্ন ব্যর্থ হবে। সব ধর্মের মানুষ মিলে আমাদের যে সম্প্রীতির ইতিহাস, তা ধরে রাখতে হবে। এখানে কোনো বৈষম্য হতে দেব না।
তিনি আরও বলেন, প্রতিবছর এ আয়োজন অনেক ঘটা করে হয়। এবার বন্যার জন্য সে আয়োজন সীমিত করা হয়েছে। এর মাধ্যমেই সর্বজনীন কথাটি প্রতিফলিত হয়েছে।