মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিপিএলের টিকিট পাওয়া যাবে যেভাবে

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল।

অথচ রোববার সকাল দশটা পার হলেও টিকিট কিভাবে পাওয়া যাবে তা জানা যায়নি। যে কারণে বিসিবির দুই নম্বর গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, অনলাইনে বেশির ভাগ টিকিট পাওয়া যাবে। এর পাশাপাশি স্পনসর মধুমতি ব্যাংকের মিরপুর ১১, মতিঝিল শাখা, উত্তরা শাখা (জসিমউদ্দিন রোড), গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা ও ভিআইপি রোড শাখা থেকে কেনা যাবে টিকিট।

টিকিটের মূল্য তালিকা অবশ্য আগেই টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM