বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

ময়মনসিংহে মহুয়া ট্রেনের ইঞ্জিন বিকল

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

ররিবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় ট্রেনটি বিকল হয়ে যায়। বিকেল সোয়া ৩টার দিকে ট্রেনটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটির ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হয়। পরে রিলিফ ইঞ্জিন আসলে মাহুয়া ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM