বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

আ. লীগের বিচারের আগে নির্বাচন নয়: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

উমামা ফাতেমা বলেন, গত পাঁচ মাসে সরকারের প্রোক্লেমেশন ঘোষণার কথা মনে হয়নি? এ সময় কি তারা পায়নি? এখন তারা প্রোক্লেমেশন ঘোষণা যে উদ্যোগ নিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রোক্লেমশন নিয়ে আমরা আর কালক্ষেপণ করতে চাই না।

আরও পড়ুন: ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে: সামান্তা শারমিন

তিনি বলেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই আন্দোলনে নিহত-আহতদের প্রতি ন্যায়বিচার হয়নি।

তিনি আরো বলেন, জুলাই চলে যায়নি। আমাদের মধ্যে এখনো জুলাইয়ের স্পিরিট আছে। আমরা একাত্তর ও নব্বইয়ের মতো চব্বিশকে ব্যর্থ হতে দেব না।

আরও পড়ুন: শহীদদের স্মরণে নীরবতা দিয়ে শুরু ‘মার্চ ফর ইউনিটি’

বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যম এ কর্মসূচি শুরু হয়।

নীরবতা পালনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা মো. আবুল হাসান ছেলের স্মৃতিচারণ করেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM