নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর টহল অভিযানে ইউপিডিএফের সশস্ত্র এক সদস্য নিহত হয়েছে।
বুধবার রাত ৪টা ৪৫ মিনিটে উপজেলার লংগদু জোনের আওতাধীন ছোট কাট্রলি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় দেশি-বিদেশি বেশকিছু অস্ত্র, গোলাবারুদ ও আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১ জানুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে সেনাবাহিনীর টহল দল খাড়িকাটা, কাট্রলি, যমচুগ, হারিকাবার আশেপাশের এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছিল। বুধবার রাত ৪টা ৪৫ মিনিটে ইউনিটটি কাট্রলি এলাকার কিচিংছড়া শুকিত মাস্টারের বাড়ির পাশে অভিযান চালালে ইউপিডিএফ (প্রসিত) এর একজন সশস্ত্র সদস্য নিহত হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অভিযানে একটি অস্ত্র (এম-৪), ২টি স্নাইপার এমজি গোলা, ৯০টি এম৪ গোলা, একটি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি চার্জার, একটি ছুরি, অস্ত্রের সিলিং, ২টি দা, ১২টি মোবাইল, ২৪৫১ টাকা, ২টি মানিব্যাগ, ৬টি মোবাইল চার্জার, ৫টি টর্চ লাইট, ৩ জোড়া জুতা, ৫টি ট্রাভেল ব্যাগ, ৫টি ব্ল্যাংকেট, ৬টি তাঁবু, একটি জাতীয় পরিচয়পত্র, ২টা ট্যাক্স কালেক্শন বই, একটি ইউপিডিএফ এর বিধি সংবলিত বই এবং বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।