শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

কপিরাইট ফ্রি হচ্ছে টিনটিন-পপাই

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে একে একে যুক্ত হয়েছে বিভিন্ন কালজয়ী সিনেমা, বই, গান ও কার্টুন শো। বিশেষ করে ১৯২৪ সালের সাউন্ড রেকর্ডিংয়ের ওপর থেকেও উঠে যাচ্ছে সমস্ত কপিরাইট। অর্থাৎ এগুলোকে এবার যে কেউ যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবেন। কপি থেকে শুরু করে শেয়ার, নতুন করে তৈরি, অ্যাডাপটেশন সবই করা যাবে।

সে তালিকায় এবার যুক্ত হল পপাই ও টিনটিনের মতো জনপ্রিয় কমিক চরিত্র। গত বুধবার (১ জানুয়ারি) থেকে কপিরাইট ফ্রি হয়েছে টিনটিন-পপাই এর।

প্রতি বছর ডিসেম্বরে ‘দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব পাবলিক ডোমেন’ একটি তালিকা প্রকাশ করে। সেখানে নতুন বছরে কোন কোন কনটেন্টগুলো কপিরাইট হারাচ্ছে, তার তালিকাভুক্ত করা হয়। এরপর এই সেই সংস্থাটি তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করে। সেখানেই উঠে এল জনপ্রিয় দুই কমিক চরিত্র টিনটিন-পপাই।

গত বছর মিকি মাউসের প্রথম কার্টুন ‘স্টিমবোট উইলি’ কপিরাইট মুক্ত হয়েছিল। এরপর আরও ১২টি মিকি মাউস কার্টুন পাবলিক ডোমেইনে যুক্ত হয়েছে। এছাড়াও উইনি দ্য পু, শার্লক হোমস সহ একাধিক কাজ কপিরাইট ফ্রি হয়েছিল সে বছর।

এদিকে পপাই কিংবা টিনটিন ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রের পাবলিক ডোমেইনে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রও যুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফারি’, ‘এ ফেয়ারওয়েল টু আর্মস’, ‘এ রুম অব ওয়ান্স ওন’, ‘সহ’র মতো একাধিক কালজয়ী উপন্যাস। কপিরাইট ফ্রি সিনেমার মধ্যে আছে, ‘ব্ল্যাকমেল’, ‘দ্য ব্ল্যাক উইচ’।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM