রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

বাংলাদেশ যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই কেন্দ্রকে জবাব দেয়ার দাবি মমতার ভাতিজা অভিষেকের

কলকাতা প্রতিনিধি: বাংলাদেশকে সামনে রেখে ভোট রাজনীতির ফায়দা তুলতে মমতার পর এবার ময়দানে নামলেন মমতার ভাতিজা, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে অভিষেক বলেছেন, ‘বাংলাদেশ যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই কেন্দ্র যেন জবাব দেয়।’

বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের পাশে আছে বলে জানান অভিষেক। তবে তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে কিছুই করছেন না। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের খারিজ প্রসঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বলেন, তার মতে কোনো দেশের বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণত হয়।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের সূচনা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল প্রসঙ্গে প্রশ্ন হলে তিনি সোজা জানান, ‘খুবই দুর্ভাগ্যজনক, কোনো দেশের বিচারব্যবস্থা যখন দুর্বল হয়ে যায় তখন সেই দেশের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে যে কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের যে অন্তবর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলা।

চিন্ময় কৃষ্ণের জামিন প্রসঙ্গে অভিষেক বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উচিত বিষয়টা কড়া নজরে দেখা।

এদিকে বাংলাদেশের সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ প্রসঙ্গে ফের বাংলাদেশকে নিশানা করেছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। সেই সাথে নিশানা করেছেন পশ্চিমবঙ্গ সরকারকেও।

বৃহস্পতিবার ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বাইরে ভারতের যে কোনো প্রান্তে যদি কোনো অনুপ্রবেশকারীকে ধরা হয় তাদের ঠিকানা এই পশ্চিম বাংলা থেকে মিলছে। আর মমতা দিদি ভোটের স্বার্থে এই কাজ করে বেড়াচ্ছেন। বাংলাদেশে যা হচ্ছে গোটা বিশ্ব দেখছে। এই সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বের হবে।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM