সোমবার | ৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে ছোট আকৃতির এ বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০। ছোট মডেলের বিমানটিতে ক্রুসহ চারজন বসতে পারেন।

এ ঘটনায় এক্স হ্যান্ডেলে দুইজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে ফুলারটন পুলিশ। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আটজনকে ঘটনাস্থলে চিকিৎসা সেবা দেওয়া হয়। কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো এবং যারা মারা গেছেন তারা কী বিমানের আরোহী ছিলেন কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং সেটির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM