মঙ্গলবার | ২০ মে, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৮৫ রান করেও লিড পেল ভারত

স্পোর্টস ডেস্ক: ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছিল। ব্যাটাররা সুবিধা করতে না পারলেও মেলবোর্নে আলো ছড়িয়েছেন সফরকারী বোলাররা। তাতে বেশি দূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। বুমরাহ-সিরাজদের কল্যাণে প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত।

নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান করেছে অস্ট্রেলিয়া। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৫১ ওভার। ফলে ৪ রানের লিড পেয়েছে ভারত। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিল।

গতকালের এক উইকেটে ৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সকালে সুবিধা করতে পারেননি অজি ব্যাটাররা। ভারতীয় বোলারদের পেসে রীতিমতো পুড়েছেন অজিরা।

মাত্র ২ রান করে ফেরেন গতকালের অপরাজিত ব্যাটার মার্নাস ল্যাবুশেন। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কনস্টাস। কিন্তু ২৩ রান করে সিরাজের শিকারে পরিণত হন এই ওপেনার। এরপর হেডকেও ফেরান সিরাজ। তাতে ৩৯ রানে ৪ উইকেট হারায় অজিরা।

দলের এমন বাজে অবস্থায় হাল ধরেন স্মিথ ও বো ওয়েবস্টার। দুজনের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ৩৩ রান করে বিদায় নিলে আবারো ধস নামে তাদের ব্যাটিংয়ে।

মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। একমাত্র ওয়েবস্টার ছিলেন ব্যতিক্রম। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ১০৫ বলে ৫৭ রান করেছেন তিনি। তার গুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করেই ম্যাচে টিকে আছে অস্ট্রেলিয়া। যদিও ৪ রানের লিড পেয়েছে ভারত।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM