শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

নেপালে ভূমিকম্প, পরবর্তীতে যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয়ের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানে এ ভূমিকম্প। নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিম অঞ্চলে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১।

এদিকে, শক্তিশালী ঐ ভূমিকম্পের পর পরবর্তী ৪০ মিনিটের মধ্যে একই উৎপত্তিস্থলে আরো ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি।

সাধারণত কোথাও ভূমিকম্প হলে, তারপর কিছু সময় ধরে এই ধরনের কম্পন অনুভূত হয়। আর এই কম্পনকে বল হয় আফটার শক।

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক অনুভূত হয়।

সকালের শক্তিশালী এই ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয় বলে জানা গেছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM