আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিনিয়োগ ব্যাংক (ইআইবি) বাংলাদেশের সঙ্গে আরো শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে চায়। এর জন্য সম্ভাবনা পর্যালোচনা করতে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
মঙ্গলবার ঢাকা পৌঁছান নিকোলা বিয়ার। তার এ সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্বের উন্নয়ন, নতুন বিনিয়োগের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মালিকানায় প্রতিষ্ঠিত ইআইবি বিশ্বব্যাপী বৃহত্তম বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যা দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় অর্থায়ন কার্যক্রম তত্ত্বাবধান করে।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ সূচিতে বেশ কয়েকটি বৈঠক রাখা হয়েছে।
জানা গেছে, নিকোলা বিয়ার ঢাকায় অবস্থানের সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অন্যতম।
ইআইবি জলবায়ু পরিবর্তন, পরিবেশ, উদ্ভাবন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং অবকাঠামোর মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাপ্লাই চেইনে টেকসই কার্যকরী কৌশল তৈরি করতে গভীর অংশীদারিত্বের ইচ্ছা ব্যক্ত করেছেন।
সফরের শেষ দিনে, ভাইস প্রেসিডেন্ট বিয়ার গন্ধরবপুর পানি শোধনাগার পরিদর্শন করবেন।