বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

খসড়া তালিকা: খুলনায় ভোটার বেড়েছে ২৪ হাজার ৮৬০ জন

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা জেলা ও মহানগরীতে খসড়া তালিকায় ভোটার বেড়েছে ২৪ হাজার ৮৬০ জন। ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, খুলনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫৮ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৩৩ হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার ১০ লাখ ২৪ হাজার ৮২৭ জন। এছাড়া ১৯ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। জেলার ১৩টি উপজেলা ও থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে ডুমুরিয়া উপজেলায়। সেখানে পুরুষ ও নারী ভোটার মিলে বেড়েছে ৩ হাজার ৮১ জন। বর্তমানে ডুমুরিয়ার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৯৫ জন।

খুলনা সদর থানায় নারী পুরুষ মিলে ২ হাজার ২৫৩ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩২৬ জন। কয়রা উপজেলায়ও নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার কিছুটা বেড়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী ২ হাজার ১৯২ জন বেড়ে মোট ভোটার তালিকা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৭৩ জনে। এছাড়া সোনাডাঙ্গা থানায় ১ হাজার ৭১৪ জন বেড়ে মোট ভোটার ১ লাখ ৩৯ হাজার ১৪০ জন। খালিশপুর থানায় ১ হাজার ৫৬৩ জন বেড়ে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। ফুলতলায় ১ হাজার ৫৭৫ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১১৭ জনে। পাইকগাছায় বেড়েছে ২ হাজার ১৯১ জন। মোট ভোটার এখন ২ লাখ ৩৪ হাজার ৬২ জন।

বটিয়াঘাটা উপজেলায় ২ হাজার ৭৩ জন বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন। দাকোপে ১ হাজার ৫৬১ জন বেড়ে এখন মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ২৪৪ জন। রুপসা উপজেলায় ২ হাজার২৪ জন বেড়ে হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৮০ জন। তেরখাদায় ১ হাজার ৭০০ জন বেড়ে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৩২৪ জন। দিঘলিয়ায় ১ হাজার ৭৪০ জন বেড়ে মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৩১০ জন। এছাড়া দৌলতপুরে ১ হাজার ১৯৩ নতুন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২৭ জনে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, ২ মার্চ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ বলেন, “ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে।”

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী খুলনা জেলায় মোট ভোটার ছিল ২০ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ১০ লাখ ১৯ হাজার ৩৬৪ জন এবং নারী ভোটার ছিল ১০ লাখ ১৪ হাজার ৫২ জন। এছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ১৭ জন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM