শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহত ৪৯

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৪৯ জন মারা গেছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।

সোমবার (২৬ আগস্ট) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রয়টার্স

নেমার মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে উত্তর-পূর্ব দিকের জিগাওয়া, আদমাওয়া ও তারাবা রাজ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। এসব রাজ্যের ৪১ হাজার ৩৪৪ জন বাস্তুচ্যুত হয়েছে।

২০২২ সালে নাইজেরিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন দেশটিতে ৬০০ এর বেশি মানুষ মারা গিয়েছিল। স্থানচ্যুত হয়েছিল ১৪ লাখের বেশি মানুষ। প্রায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছিল।

পশ্চিম আফ্রিকার দেশটিতে চলমান বন্যায় এরই মধ্যে প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে। আগামী আরও কয়েক মাস দেশটিতে ভারী বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জিগাওয়া রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হারুনা মাইরিগা বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর এখনো সামনে রয়েছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হয়। তাই তখন রাজ্যের অবস্থা কী হবে তা কেবল ঈশ্বরই ভালো জানেন।

নাইজেরিয়া সরকারের শঙ্কা, চলতি বছর দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ৩১টিতে ‘উচ্চ বন্যা’ হতে পারো।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM