শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১ মাঘ, ১৪৩১

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের আলোচিত ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশা আর বঞ্চনায় ছিল ফেলানীর পরিবার। ১৪ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচারের আশা নিয়ে দেখা করতে ঢাকা গিয়েছিল পরিবারটি। সেই আশা থেকে ফেলানীর ভাইদের চাকরি দেওয়া ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে আসিফ মাহমুদের বাসভবনে দেখা করেন ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই জাহান উদ্দিন বলেন, গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সঙ্গে দেখা করেছি। আমরা অনেকটা চিন্তামুক্ত, তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও তিনি আমাদের তিন ভাইয়ের পড়াশুনা শেষ করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মা জাহানারা বেগম বলেন, সরকার ১৪ বছর পর আমার মেয়ের হত্যার সঠিক বিচার করবে। একইসঙ্গে তিনি (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) পরিবারের দায়িত্ব নেওয়ায় এই সরকারের প্রতি আমি খুশি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারে ঝুলছিল ১৪ বছরের কিশোরী ফেলানীর মরদেহ। সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরের গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনার ঝড় ওঠে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM