শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

নিউজ ডেস্ক: মঙ্গলবার (৭ জানুয়ারি) চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার জেনে রাজকীয় বহরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

খালেদা জিয়ার প্রতি এই সম্মান জানানোর জন্য ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমীর শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেই সঙ্গে, কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে তারেক রহমান এক পোস্টে লেখেন-আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য অনুগ্রহ করে পরিবহন ও সরবরাহ করার জন্য গভীর কৃতজ্ঞ।
এই সহযোগিতার জন্য আমি আমার পরিবার ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক বাড়াতে উন্মুখ।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এরপর খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয়েছে তার।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM