বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে যানবাহন বিকল হওয়ায় এই যানজট তৈরি হয়। ফলে দীর্ঘক্ষণ যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ট্রাকচালক শরিফ খান বলেন, ‘মেঘনা সেতু পার হবার পর থেকে যানজট পেয়েছি। থেমে থেমে যানবাহন চলতেছে। পাঁচ মিনিটের রাস্তা আধা ঘণ্টারও বেশি সময় লাগছে। তবে কি কারণে যানজট, তা জানি না।’

তবে যানযটের বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘উপজেলার বাউশিয়া এলাকায় মহাসড়কে কয়েকটি যান দুর্ঘটনাকবলিত হয়ে বিকল হয়ে যায় রাস্তার মধ্যে। দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM