শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

শিক্ষকের ওপর হামলাকারী সেই যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলাকারী গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে আরও বলা হয় বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সকালে কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনকে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে ৭-৮ জন যুবক স্কুলের অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে বেধম মারধর করে গুরুতর আহত করে। এ সময় স্কুলে প্রাক্তন ছাত্র রিজভি আহমেদ রাজিব শিক্ষক বশির উদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক বশির উদ্দিন ও শিক্ষার্থী রিজভি আহমেদ রাজীবকে উদ্ধার করে। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাশেদুল ইসলাম রনিকে প্রধান আসামি করে পৃথক দুটি অভিযোগ দিয়েছেন। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে তদন্তকাজ শুরু করা হয়েছে। আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM