শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

সপ্তাহান্তেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খুব দ্রুতই ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছিলেন, একটি চুক্তি ‘চূড়ান্ত হওয়ার পথে’ এবং তার প্রশাসন এ নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করছে।

এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আলোচনা বর্তমানে ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং চুক্তিটি ‘কয়েক ঘণ্টা, কয়েক দিন বা তার বেশি সময়ের মধ্যেই’ বাস্তবায়িত হতে পারে।

গত রোববার (১২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। পরদিন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও কথা বলেন। আল-থানি এই আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশু, নারী, নারী সৈনিক, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। যদিও ইসরায়েল মনে করে এই ৩৩ জনের অধিকাংশ জীবিত রয়েছেন। তবে তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা গেছেন। জেরুজালেম এখনও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি প্রায় সম্পন্ন এবং এটি সপ্তাহের শেষের দিকে কার্যকর হতে পারে।

তিনি বলেন, আমরা এটি (যুদ্ধবিরতি চুক্তি) সম্পন্ন করার খুব কাছাকাছি, যদি এটি সম্পন্ন না হয় তাহলে এমন বিপদ দেখা দেবে, যা আগে কখনো দেখা যায়নি।

ট্রাম্প বলেন, আমি শুনেছি একটি হ্যান্ডশেক হয়েছে এবং তারা এটি চূড়ান্ত করতে চলেছে, সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে।

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে। বিশ্বজুড়ে অনেকেই আশা করছেন, এই চুক্তি গাজায় চলমান সহিংসতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM