শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

‘নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বিচার-বিশ্লেষণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ দেখে-শুনে-বুঝে এবং বিচার বিশ্লেষণ করে এ ব্যাপারে সুচিন্তিত মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনের সুপারিশের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি জানান, ‌‘আজ আমরা অফিসিয়ালি কোনো বক্তব্য দেব না। কারণ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও পাইনি। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত সুপারিশ বিচার বিশ্লেষণ করে মতামত জানানো হবে।

সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে মতামত দেওয়ার সিদ্ধান্ত সরকারের। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই মুহূর্তে এসব বিষয়ে অগ্রিম কিছু বলা ঠিক হবে না।’

নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত ভোট গ্রহণ করতে সব সময় প্রস্তুত জানিয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘ভবিষ্যতে রাতের ভোট হবে না, এটা কল্পনাও করা যায় না। একটি অবাধ প্রভাবমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM