নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরিয়ে দেয়া হয়েছে রুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক আশরাফুল আলম। তাকে তাঁর মূল পদ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরিয়ে দেয়া হয়েছে। অনেকটা ওএসডি’র মতো তাকে কোন সুনির্দিস্ট দায়িত্ব না দিয়ে রিজার্ভে রাখা হয়েছে। এদিকে গুঞ্জন উঠেছে, দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে বরখাস্ত করা হতে পারে।
১৬ জানুয়ারি বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আশরাফুল আলমকে সরিয়ে দেয়া হয়। বিসিএস ১৫তম ব্যাচের গণপূর্ত ক্যাডারের অফিসার আশরাফুল আলম ইতিপূর্বে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যেই নানা অনিয়ম ও দুর্নীতির কারনে তাকে গণপূর্ত অধিদপ্তর থেকে সরিয়ে হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়। সে সময়ে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থাকায় তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়া যায়নি।
হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পেয়ে অসন্তষ্ট হলেও আশরাফুল আলম সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণসহ নানা প্রচারণামূলক কাজ করেন। সেখান থেকেই তিনি গণপূর্ত অধিদপ্তরকে অস্থিতিশীল করার নানা চক্রান্তে লিপ্ত ছিলেন।
এদিকে দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগের প্রমাণ পেয়েছে। যার প্রেক্ষিতে তাকে গণপূর্ত অধিদপ্তরে রিজার্ভে নেয়া হয়েছে। এর আগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় একই ব্যাচের আরেকজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে চাকরি থেকে বরখাস্ত করা হয়।