বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৭

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন,পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

যার মধ্যে ট্রাকের চালক মাহাবুব হোসেনকে (৪৫) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আর ট্রাকটিকে উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM