শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

শঙ্কা কাটিয়ে সিলেটের বিরুদ্ধে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: দুর্বার রাজশাহীর জন্য আজকের মাঠের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এরই মধ্যে পাঠকদের জেনে যাওয়ার কথা। পারিশ্রমিক জটিলতায় খেলোয়াড়রা ম্যাচটা বয়কটের হুমকি দিয়েছিলেন। এ নিয়ে গত দুদিন উত্তপ্ত ক্রিকেটাঙ্গন।

গতকাল রাতে নগদ অর্থ পেয়ে আজ মাঠে নেমেছে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। টস জিতে সিলেট তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

অগোছালো দুর্বার রাজশাহী এই ম্যাচে মাঠে নামিয়েছে আফগানিস্তানের আফতাব আহমেদকে। এতোদিন দলে ছিলেন না তিনি। টসের পর দলের মিডিয়া ম্যানেজার মেসেজ দিয়ে জানান, আফতাবকে দলে যুক্ত করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো মাঠে নেমেছেন মার্ক স্টেফেন ডেয়াল। ওয়েস্ট ইন্ডিজকে থেকে তাকে উড়িয়ে এনেছে রাজশাহী।

দুর্বার রাজশাহী:
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মার্ক স্টেফেন ডেয়াল ও আফতাব আহমেদ।

সিলেট স্ট্রাইকার্স:
আরিফুল হক, জর্জ মুনসে, পল স্টারলিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, রিচ টপলি, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, অ্যারোন জোন্স ও নিহাদুজ্জামান।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM