শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

মিয়ানমার থেকে ভারত দিয়ে বাংলাদেশে অস্ত্র পাচার, জব্দ মিজোরামে

কলকাতা: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘চীন ন্যাশনাল ফ্রন্ট’ (সিএনএফ) এর একজন শীর্ষস্থানীয় নেতাসহ পাঁচজন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের মিজোরাম পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্য পুলিশ।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার অন্তর্গত সাইথাহ গ্রাম এলাকায় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মিয়ানমার সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পাচার করছিল এ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সিএনএফ।

মিজোরাম পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা নজর রেখেছিলেন মিয়ানমার ও বাংলাদেশের দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে এ অস্ত্রপাচার চুক্তির দিকে। অভিযানে উদ্ধার করা হয়, ৬টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগজিন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে জব্দকৃত এসব অস্ত্র এবং গোলাবারুদ সিএনএফ হস্তান্তর করছিল পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’কে (ইউপিডিএফ-পি)।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন একজন রয়েছে। তিনি সিএনএফের শীর্ষস্থানীয় নেতা।

মিজোরামের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, মিজোরাম থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অঞ্চলের অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উদ্দেশে এটি একটি কঠোর বার্তা। এ ঘটনায় মামিতের পশ্চিম ফাইলিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানের নেটওয়ার্কটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM