বৃহস্পতিবার | ২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২

ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? প্রশ্ন স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের মেডিকেল কলেজগুলোতে আসন বৃদ্ধির কী দরকার আছে? কোয়ালিটি ঠিক রাখতে না পারি, প্রফেসর দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? কাজেই আমাদের এগুলো ভাবতে হচ্ছে, ভাবার চেষ্টা করছি। শুক্রবার সকালে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এজন্য চিকিৎসা বিজ্ঞানের এই বিদ্যাপীঠগুলোতে আসন সংখ্যা না বাড়িয়ে মান বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

এ বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর প্রতিটি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের জন্য ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তির জন্য আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বছর একটি আসনের জন্য ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার প্রথমে থাকা শিক্ষার্থীরা। সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM