ডেস্ক রিপোর্ট: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে উচ্ছ্বসিত হিরো আলম আজই মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছেন। আগামীকাল বুধবার তিনি আরাফাতের নামে হত্যাচেষ্টার মামলা করবেন বলেও জানিয়েছেন।
গত বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) হন আরাফাত। ভোটগ্রহণের দিন এ সংসদীয় এলাকার বনানীতে হামলার শিকার হন হিরো আলম। তার ওপর হামলা নিয়ে তখন ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক নিন্দা জানান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাও তখন নিন্দা জানায়।
হিরো আলম বলেন, ‘আরাফাত গ্রেপ্তারে খুব খুশি। আজ মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। আগামীকাল আদালতে হত্যাচেষ্টার মামলা করব।’
উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন আরাফাত। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান মোহাম্মদ এ আরাফাত। পরে গুঞ্জন ওঠে তিনি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফরাসি দূতাবাস এ দাবি নাকচ করে।
গত ১২ আগস্ট মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।