বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

৯ উইকেটের হারে জ্যোতিদের ‘বিশ্বকাপ স্বপ্নে’ বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সরাসরি নারী বিশ্বকাপে নাম লেখানো আকাঙ্ক্ষা নিয়ে ক্যারিয়বিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটের হারে শুরু হলো নিগার সুলতানা জ্যোতিদের সফর, সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার যাত্রায় বড় ধাক্কা খেলো।

সেন্ট কিটসে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ও ১১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

৯৩ রানে ১০৪ রান করে অপরাজিত থেকে স্বাগতিকদের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন হ্যালি ম্যাথুজ। সঙ্গে হাত ঘুরিয়ে ৪১ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ১৬টি চারে হ্যালির ইনিংসটি সাজানো ছিল। সেঞ্চুরির দেখা পান ৯২ বলে। এ ছাড়া ৭০ রান করেন কিয়ানা জোসেফ। ১৪ রানে হ্যালির সঙ্গে অপরাজিত ছিলেন শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।

এর আগে ব্যাট করতে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেটি সামাল দেন মুর্শিদা খাতুন-শারমিন আক্তার। দুজনে জুটি গড়ে এগোতে থাকেন। ৪০ রানে মুর্শিদা আউট হলে ভাঙে ৪৪ রানের জুটি।

এরপর শারমিনের সঙ্গী হন জ্যোতি। দুজনে বড় জুটির আভাস দেন। কিন্তু বাংলাদেশ আবার ধাক্কা খায় জ্যোতির আউটে। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ১৪ রানে। ৮ রানের ব্যাবধানে ফেরেন শারমিনও। তার ব্যাট থেকে আসে ৪২ রান।

এরপর সোবহানা মোস্তারি-স্বর্ণা আক্তার চেষ্টা করেছিলেন লড়াকু পুঁজির জন্য। কিন্তু দুজনে থিতু হয়ে সাজঘরে ফেরায় বাংলাদেশকে থামতে হয় দুইশ ছোঁয়ার আগে। সোবহানা ৩৫ ও স্বর্ণা ২৯ রান করেন। শেষের চার ব্যাটারের কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডেনদ্রা ডটিন। দুই উইকেট করে নেন অ্যালিয়াহ অ্যালেন ও হ্যালি ম্যাথুজ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM