শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে ফিরল টিকটক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটি চালু হলো।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার একদিন আগেই টিকটক বন্ধ হয়ে গিয়েছিল। খবর বিবিসির।
সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে তিনি বলেছেন, টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন।

চীনা-মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের অ্যাপ টিকটক শনিবার যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপটি বন্ধ করে দেয়। এতে মার্কিন ব্যবহারকারীরা অ্যাপটিতে প্রবেশ করতে পারছিলেন না।

নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা হস্তান্তরের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। গত বছর বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়েছিল।

এ নিয়ে টিকটকের পক্ষ থেকে আপিল করা হয়। তবে শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের আইন বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

টিকটক আগেই বলেছিল, যদি বিদায়ী বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর না করার আশ্বাস না দেয়, তাহলে তারা রোববার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।

ডোনাল্ড ট্রাম্প এর আগে প্ল্যাটফর্মটি নিষিদ্ধের পক্ষে ছিলেন। রোববার তিনি প্রতিশ্রুতি দেন, নিষিদ্ধের আইন কার্যকরের প্রক্রিয়া তিনি স্থগিত করবেন এবং একটি চুক্তি করার জন্য আরও সময় দেবেন।

এরপরই টিকটক জানায় যে তারা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য তাদের সেবা পুনরুদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে। পরে অ্যাপটি পুনরায় ধীরে ধীরে চালু হতে শুরু করে। এতে ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে ট্রাম্পের নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ জানানো হয়।

টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও চিউ সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM