বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাসে কাবু পঞ্চগড়ের জনজীবন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যে তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে শীতের দাপট দেখাচ্ছে ঠান্ডা বাতাস। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।

ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। বেলা বাড়তে থাকলেও দেখা যাচ্ছেন সূর্য। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে অনেকে প্রয়োজনের ব্যতিরেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে, ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্নআয়ের মানুষদের।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর আজ আবার তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রির ওপরে। তবে ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলা। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM