বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।

সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় আজ (বুধবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি।

আরাজী কদমতলা গ্রামের মো. আছর উদ্দিন বলেন, মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এসময় মাঠে ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ কুয়াশায় কিছু দেখা যায় না। এমন থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।

বাসচালক ইউসুফ আলী বলেন, গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, কখন যেন দুর্ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেটে ভাত জুটবে না, এজন্য বের হয়েছি।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ (বুধবার) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কাল আরো কমার সম্ভাবনা রয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM