শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

শূন্যরেখায় কৃষক ছাড়া প্রবেশ নিষেধ, গুজব ছড়াতে পারবে না মিডিয়া

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, দুই দেশের কোনো মিডিয়া সীমান্ত সম্পর্কিত অপপ্রচার ছড়াতে পারবে না, সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান করা হবে ও দুদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ থাকবে।

আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং ভারতের বিএসএফের নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ সময় মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফ ১১৯ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষ হয়েছে।বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা উভয় দেশ মেনে চলতে একমত হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM