শুক্রবার | ২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২

ওবায়দুল কাদেরের সেজো বোনের মৃত্যু

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকার বাসাবোর বাসায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন করেন, তার বড় ছেলে রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন।
তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।

সালেকীন রিমন বলেন, অসুস্থ হওয়ার পর থেকে মা চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় থাকতেন। তার তিনবার ব্রেইন স্ট্রোক হয়েছে। এছাড়া দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM